Advertise here
মেসি সহ PSG র 3 খেলোয়াড় করোনায় আক্রান্ত Messi, 3 other PSG players test positive for COVID-19.in Bangla, – Today's News & Information
Skip to content

মেসি সহ PSG র 3 খেলোয়াড় করোনায় আক্রান্ত Messi, 3 other PSG players test positive for COVID-19.in Bangla,

  • by
https://todaybdonlinenews.com/

লিওনেল মেসি বিশ্ব ফুটবলের প্রান ভোমরা লিওনেল মেসি মানেই নতুন নতুন  রেকর্ড গণমাধ্মের পাতা জুড়েই সাফল্যের খবর। কিন্তু এবার যে খবরের শিরোনাম হলো মেসি তা শুনে রীতি মতো চমকে গেলো ফুটবল দুনিয়া। করোনায় আক্রান্ত লিওনেল মেসি। সঙ্গে আছেন PSG আরো 3 জন ফুটবলার এর মধ্যে একজন কোচিং স্টাফ।

মেসির সঙ্গে  করোনায় আক্রান্তদেড় 3 জনের নাম

https://todaybdonlinenews.com/
মেসি সহ PSG র 3 খেলোয়াড় করোনায় আক্রান্ত Messi, 3 other PSG players test positive for COVID-19.in Bangla,

মেসির সঙ্গে করোনায় আক্রান্ত আরো যে তিন জন রয়েছে তাদের নাম হলো। হুয়ান বার্নেট, সার্জেও রিকো, নাখান বিটমা জলা। করোনা নিশিচত করেছে তার ক্লাব PSG, নতুন বছরে মেসির পায়ের খেলা দেখার আশায় ছিলেন সমর্থকরা কিন্তু হঠাৎ করেই বিনা মেঘেই বর্জপাতের মতো এলো এই খবর। মাত্র  কিছু দিন হলো পরিবার পরিজন নিয়ে  বারো দিনের আনন্দ উদযাপনে করে এসেছেন আর্জেন্টিনা থেকে। 

মেসির ফ্যামিলি কি ভাবছে ?


এরপর নতুন বছর বরণ। সব মিলে আনন্দের বন্যা বয়ে  যাচ্ছিল মেসির পরিবারে। বারো দিন ও নতুন বছর  উৎযাপনের শেষে মেসি প্রস্ততি নিচ্ছিলো PSG র জার্সিতে ঝড়  তোলার। ফরাসি কাপে জার্মেই এর বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হছিল মেসি। কিন্তু তার আগেই পেলেন দুর সংবাদ। মেসি করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় আছেন তার ফ্যামিলি। 

মেসি এখন কোথায় আছে ?

https://todaybdonlinenews.com/
মেসি সহ PSG র 3 খেলোয়াড় করোনায় আক্রান্ত Messi, 3 other PSG players test positive for COVID-19.in Bangla,


শুধু ফ্রান্সেই  করোনায় আক্রান্ত সংখ্যা প্রায় দুই লক্ষ উনিশ হাজার। মেসি সহ করোনায় পজেটিভ  হওয়া অন্যরা সবাই আছে আই ছলসনে PSG র পক্ষ থেকে আপাদত এতুটুকই নিশ্চিত করেছে। আক্রান্ত কোয়ারেন্টাইনে আছে।  এবং তাদের চিকিৎসা তদরকি করছে ফ্রান্সের স্বাস্থ্য বিভাগ। 

বিশ্ব জুড়ে নতুন করে আবারো হানা দিলো করোনা।সে ঝড় PSG তে হানা দেয়ায় চিন্তিতো ক্লাব ও সমর্থকরা। এর আগে রিয়াল মাদ্রিদ, বার্সোলনা ম্যান চাস্টা ইউনাইটেড, ও ছেলসি,তেওঁ হানা দেয় করোনা ভাইরাস। মেসি নিজেও আর্জেন্টিনা থেকে ছুটি কাটিয়ে পরিবার নিয়ে ফিরতে নিরাপদ বোথ করছিলেনা। কারণ ফ্রান্সে বেড়াই চলেছে আক্রান্তের সংখ্যা।

https://todaybdonlinenews.com/
মেসি সহ PSG র 3 খেলোয়াড় করোনায় আক্রান্ত Messi, 3 other PSG players test positive for COVID-19.in Bangla,

নেইমার PSG তে খেলতে পারবে কি ?

 ফরাসি কাপ সামনে রেখে ফিরেও শেষ রক্ষা হলোনা তার কবে নাগাদ মাঠে ফিরবেন তা নিয়ে রয়েছেন সংখ্যা PSG র কোচ জানিয়েছেন আগামী সপ্তাহে লীগ ওয়ান।  লিওর বিপক্ষে খেলা হবেনা তার। মেসি ছাড়াও নেইমার কেও পাচ্ছেনা PSG ইনজুরি থেকে সেরে উঠতে আপাদত  ব্রাজিলে থাকছেন তিনি।

 Read more –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *